এয়ারটেলের ইন্টারনেট অফার ২০২৩ – কত টাকায়?

একই সাথে অনেকগুলো সিম অপারেটর তাদের গ্রাহকদের কম মূল্যে ইন্টারনেট প্যাকেজ বিক্রির জন্য প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে। এজন্য এয়ারটেল তাদের গ্রাহকদের কম মূল্যে বা অফারের মাধ্যমে ইন্টারনেটে দিয়ে থাকে। 

এয়ারটেল ইন্টারনেট অফার কি? এয়ারটেল ইন্টারনেট অফার হলো নিয়মিত মূল্যের চেয়ে কম মূল্যে বেশি ডাটা গ্রাহকদের কাছে ক্রয় করা কেই ইন্টারনেট অফার বলে। এয়ারটেল গ্রাহকদের অনেকে ইন্টারনেট অফার প্রদান করে থাকে।

এয়ারটেলের এই সকল ইন্টারনেট অফার গুলো আপনি কিভাবে পেতে পারেন তা জানার জন্য আপনাকে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়তে হবে। আপনি এই পোস্টটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়লে আপনি খুব সহজেই এয়ারটেলের ইন্টারনেট অফার প্যাকেজ গুলো নিতে পারবেন।

এয়ারটেল কেন ইন্টারনেট অফার দেয়?

আমাদের দেশে অনেকগুলো সিম কোম্পানি বা সিম অপারেটর রয়েছে। এয়ারটেল তাদের গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহার করার জন্য এই সকল ইন্টারনেট অফার গুলো দিয়ে থাকে। 

আর এই সকল ইন্টারনেট অফারের জন্য এয়ারটেলের গ্রাহকের সংখ্যা দিন দিন আর অনেক বৃদ্ধি পাচ্ছে এবং জনপ্রিয়তা লাভ করছে। মূলত গ্রাহকদের সুবিধার জন্য এবং গ্রাহক বিদ্ধকরণ এর জন্য airtel তাদের গ্রাহকদের এ সকল সুযোগ সুবিধা প্রদান করে থাকে।

অন্য কোম্পানির তুলনাই এয়ারটেল কম খরচে ইন্টারনেট প্যাকেজ অফার দিলে তাদের গ্রাহকের সংখ্যা দিন দিন বেড়ে যাবে এবং তাদের জনপ্রিয়তা অনেক শীর্ষে চলে যাবে। এ কারণেই তারা তাদের গ্রাহকদের জন্য ইন্টারনেটের স্পেশাল স্পেশাল অফার গুলো চালু করেছে।

এয়ারটেল এ ইন্টারনেট অফার ২০২৩ গুলো কিভাবে জানবেন?

এয়ারটেলের ইন্টারনেট অফার গুলো নেওয়ার আগে আপনার খুবই জরুরী এটা জানা যে আপনি এসব অফার গুলো কোথায় পাবেন এবং এই অফার গুলো কিভাবে দেখবেন। এয়ারটেলের ইন্টারনেট অফার গুলো দেখার পদ্ধতি নিচে দিয়ে বর্ণনা করা হলো।

এয়ারটেলের অফার আমরা সাধারণত দুটি প্রক্রিয়ার মাধ্যমে জানতে পারি তা নিচে তুলে ধরা হলোঃ

  1. কোড ডায়াল করার মাধ্যমে 
  2. মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে।

কোড ডায়াল করার মাধ্যমে যেভাবে এয়ারটেলের ২০২৩ এর ইন্টারনেট অফার গুলো জানবেন 

কোড ডায়াল করার মাধ্যমে আপনি যেভাবে এয়ারটেলের আপনার এই ইন্টারনেট অফার গুলো জানবেন তা নিচে দেওয়া হলঃ

  • প্রথমে  আপনার ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নিবেন।
  • এরপর আপনার ডায়াল প্যাডে *১২১# কোডটি টাইপ করবেন।
  • এরপর আপনার এয়ারটেল নাম্বার হতে কোডটি ডায়াল করবেন।
  • কোডটি ডায়াল করলে ওখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন।
  • এ সকল কোডের মধ্যে থেকে আপনি অফার অপশনটি সিলেক্ট করবেন।
  • তাহলে আপনি আপনার ইন্টারনেট অফার গুলো দেখতে পাবেন এবং সেখান থেকেই ইন্টারনেট অফার গুলো ক্রয় করতে পারবেন।

২০২৩ এয়ারটেল ইন্টারনেট অফার ক্রয় করার পদ্ধতি সমূহ 

অন্যান্য সকল সিমের মত এই এয়ারটেলেও দুটি পদ্ধতিতে ইন্টারনেট অফার গুলো ক্রয় করা যায়। পদ্ধতি দুটি হলঃ

  1. কোড ডায়াল করার মাধ্যমে এবং
  2. এয়ারটেল অ্যাপের মাধ্যমে 

এই দুটি মাধ্যমে আপনারা খুব সহজেই airtel  ইন্টারনেট অফার গুলো ক্রয় করতে পারবেন।

কোড ডায়াল করার মাধ্যমে এয়ারটেল ইন্টারনেট অফার ক্রয় করার পদ্ধতি

ইন্টারনেট অফার কোড এর মাধ্যমে নেয়ার জন্য প্রথমে আপনার ডায়াল প্যাডে গিয়ে নির্দিষ্ট কোডটি ডায়াল করতে হবে আপনার  airtel সিম হতে। নিচে এয়ারটেল ইন্টারনেট অফার গুলো কোড সহ দেওয়া হলঃ

ক্রমিক ইন্টারনেট অফারের পরিমাণ ইন্টারনেট অফারের মূল্য ইন্টারনেট অফারের মেয়াদ ইন্টারনেট অফার এর কোড
৩০ জিবি২৯৯ টাকা৩০ দিন*১২৩*২৯৯*১#
৪২ জিবি ৩৪৪ টাকা ৩০ দিন*১২৩*৩৪৪*১#
৬ জিবি৫৭ টাকা ৩ দিন*১২৩*০৫৭*১#
১ জিবি ৩৮ টাকা ৩ দিন *১২১*২*০#
এয়ারটেল ইন্টারনেট অফার এর মূল্য তালিকা

এয়ারটেল অ্যাপের মাধ্যমে ইন্টারনেট অফার করার পদ্ধতি 

এয়ারটেল অ্যাপের মাধ্যমে ইন্টারনেট ক্রয় করতে চাইলে আপনাকে সর্বপ্রথম এয়ারটেল অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করতে হবে। এরপর অ্যাপটি লগইন করে ইন্টারনেট অফার অপশোনে ক্লিক করতে হবে।এরপর আপনার পছন্দমত ইন্টারনেট অফার গুলো ক্রয় করতে পারবেন।

এয়ারটেল অ্যাপ এর ইন্টারনেট অফার গুলোর একটি সংক্ষিপ্ত তালিকা নিচে দেওয়া হলোঃ

ক্রমিক ইন্টারনেট অফারের পরিমাণ ইন্টারনেট অফারের মূল্যইন্টারনেট  অফারের মেয়াদ 
১০ জিবি৭৬ টাকা ৩ দিন
১০ জিবি ১৬০ টাকা১৫ দিন
২০ জিবি ২৯৯ টাকা৩০ দিন
৩৫ জিবি ৩৯৯ টাকা ৩০ দিন
৭০ জিবি ৫৪৯ টাকা ৩০ দিন
এয়ারটেল ইন্টারনেট অফার এর মূল্য তালিকা

এছাড়াও এয়ারটেল অ্যাপ এর মধ্যে আরও অনেক অনেক ইন্টারনেট অফার রয়েছে যেখান থেকে আপনারা খুব সহজেই অফার গুলো কিনতে পারবেন।

শেষ কথা

উপরের পোস্টটি থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে এই ইন্টারনেটের যুগে এয়ারটেল তাদের গ্রাহকদের খুবই সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট অফার প্রদান করে আসছে। এই কারণেই airtel সিমের দিন দিন জনপ্রিয়তা বেড়েই চলেছে।একই সাথে বলা যায় যে ইন্টারনেট অফারের জন্য  এয়ারটেল সিমটি হলো একটি বেস্ট সিম।

বর্তমান যুগটি হলো ডিজিটাল ও ইন্টারনেট ব্যবহারকারীদের যুগ। এই যুগে ইন্টারনেট ব্যবহারের কারণে ব্যবহারকারীদের সংখ্যা অনেক বেশি। আর ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় ইন্টারনেট প্যাকেজ গুলো অনেক বেশি প্রয়োজন পরে।

Leave a Comment