এয়ারটেল মিনিট অফার ২০২৩

এয়ারটেল মিনিট অফার কি? এয়ারটেল মিনিট প্যাকেজ গুলোর নিয়মিত মূল্যের চেয়ে কম মূল্যে যে প্যাকেজগুলো পাওয়া যায় তাকেই এয়ারটেল মিনিট অফার প্যাকেজ বলে। 

আপনি যদি এয়ারটেল গ্রাহক হয়ে থাকেন এবং আপনি যদি এয়ারটেলের মিনিটের অফার খুঁজে থাকেন তাহলে এই পোস্টটি অবশ্যই আপনার জন্যই।

এই পোস্টটি আপনি সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়লে আপনি আপনার সকল ধরনের এয়ারটেলের মিনিটের অফার সম্পর্কে জানতে পারবেন এবং মিনিটের অফার নিতে পারবেন।

এয়ারটেলে মিনিট অফার কি?

এয়ারটেলের মিনিট অফার হলো সাধারণ মিনিটের দামের তুলনায় অনেক কম মূল্যে যে মিনিট প্যাকেজ পাওয়া যায় তাকে এয়ারটেল এ মিনিট অফার বলে।

এয়ারটেল গ্রাহকদের  সুবিধার কথা চিন্তা করে অনেক ধরনের মিনিট অফার দিয়ে থাকে।এই অফার গুলো থেকে মিনিট কিনলে কম খরচে বেশি মিনিট পাওয়া যায় এবং লাভবান হওয়া যায়।

অন্যান্য সিমের তুলনায় এয়ারটেল অনেক বেশি অফার দিয়ে থাকে এজন্যই গ্রাহকদের কাছে এয়ারটেল সিম এতটা জনপ্রিয় হয়ে উঠেছে। 

 এয়ারটেল মিনিট অফার এর তথ্য 

আপনি যদি এয়ারটেল এ মিনিট অফার গুলো কিনতে চান তাহলে আপনাকে এই অংশটুকু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। কারণ আপনাকে এয়ারটেল মিনিট অফার গুলো নেওয়ার আগে কিছু বিষয়গুলো ভালোভাবে খেয়াল করতে হবে। এ বিষয়গুলো হলোঃ

  • সব ধরনের মিনিট অফার এর সাথে ভ্যাট দিতে হয়  
  • আপনার বর্তমান অফার শেষ হওয়ার আগে আবার নতুন অফার ক্রয় করলে পূর্বের অফারের সাথে পরের অফারটি যুক্ত হবে
  • আপনি চাইলে নির্দিষ্ট কোড ডায়াল করে বা রিচার্জ করার মাধ্যমে অফার গুলো ক্রয় করতে পারবেন  
  • এয়ারটেল এ মিনিট অফার গ্রহণ করে গ্রাহক যেকোন অপারেটরের সাথে কথা বলতে পারবেন 
  • এয়ারটেলের মেয়াদ চেক কোডটি হলো *৭৭৮*০#

এয়ারটেল মিনিট কেনার জন্য আপনার বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে।

আপনার প্রিয় এয়ারটেল অপারেটর নিয়েছে খুবই চমৎকার চমৎকার মিনিট অফার তাই আর দেরি না করে তাড়াতাড়ি কিনে ফেলুন এই মিনিট অফার গুলো।

এয়ারটেল মিনিট চেক কোড  ২০২৩ 

আমি কি এয়ারটেল মিনিট অফার কেনার আগে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি কিভাবে মিনিটটি চেক করতে পারেন। অন্যান্য সকল অপারেটরের মতো এয়ারটেলের একটি নির্দিষ্ট মিনিট চেক করার কোড রয়েছে। 

এই কোডটি অবশ্যই আপনার মনে রাখতে হবে।

এয়ারটেল এ মিনিট চেক করার কোড ঠিক হলো*৭৭৮*০#

এয়ারটেল এ মিনিট অফার সমূহঃ 

এয়ারটেল সাধারণত দুই ভাবে মিনিট অফার গুলো কিনা যায়। যে যেভাবে এয়ারটেল এ মিনিট অফার কিনা যায় সেগুলো হলোঃ

নিচে এই দুই মাধ্যমে কিভাবে আপনি মিনিট অফার প্যাকেজ গুলো কিনতে পারবেন তা আলোচনা করা হলো।

অ্যাপের মাধ্যমে মিনিট অফার ক্রয় পদ্ধতি 

এ পদ্ধতিতে শুধু আপনি অ্যাপ থেকেই মিনিট অফারগুলো নিতে পারবেন বাইরে থেকে নিতে পারবেন না।অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে মিনিট প্যাক ক্রয় করবেন তা ধাপে ধাপে নিচে দেখানো হলোঃ

  1. প্রথমে আপনাকে আপনার ফোনে এয়ারটেল অ্যাপ টি লগইন করে নিতে হবে।
  2. এরপর অ্যাপের মধ্যে প্রবেশ করতে হবে 
  3. এরপর ভয়েস লিখা অপশনটিতে ক্লিক করতে হবে 
  4. ভয়েস অপশন এ ক্লিক করলে আপনি অনেকগুলো মিনিট অফার প্যাকেজ দেখতে পাবেন 
  5. এখান থেকে আপনি আপনার নির্দিষ্ট মিনিট অফার প্যাকেজটি কিনতে পারবেন 

নিচে অ্যাপ এর মিনিট অফার গুলোর মধ্যে কয়েকটির দাম সহ দেওয়া হলঃ

ক্রমিকমিনিট প্যাকেজের পরিমাণ মিনিট প্যাকেজের মূল্য মিনিট প্যাকেজের মেয়াদ 
৫১০ মিনিট ৩০৭ টাকা ৩০ দিন 
১৯০ মিনিট ১১৮ টাকা ১৫ দিন 
৩৭০ মিনিট ২২৮ টাকা ৩০দিন 
৭৪০ মিনিট ৪৪৯ টাকা ৩০ দিন 
৪১৫ মিনিট ২৫০ টাকা ৩০ দিন 
এয়ারটেল মিনিট অফার ২০২৩

কোডের মাধ্যমে মিনিট প্যাকেজ অফার ক্রয়ের পদ্ধতি 

এয়ারটেল অ্যাপের মাধ্যমে ছাড়াও বিভিন্ন নির্দিষ্ট কোডের মাধ্যমে  মিনিট অফার গুলো ক্রয় করা যায়। এক্ষেত্রে নির্দিষ্ট কোড গুলো আপনার ডায়াল প্যাডে লিখে ডায়াল করলেই আপনি অফার গুলো পেতে পারেন।

এরকম ধরনের কোড ইউজ করে কিছু অফারের মধ্যে কয়েকটি অফার মূল্য ও মেয়াদ সহ দেয়া হলোঃ

ক্রমিক মিনিট প্যাকেজ এর পরিমাণ মিনিট প্যাকেজের মূল্য  মিনিট প্যাকেজ এর মেয়াদ প্রয়োজনীয় কোড 
১৫ মিনিট ১০ টাকা ১২ ঘন্টা *১২৩*১০১৫#
১২ মিনিট ৮ টাকা ২ দিন *০*১#
২১ মিনিট ১৪ টাকা ২ দিন *০*২#
৫৫ মিনিট ৩৪ টাকা ৪ দিন*০*৩#
১৩০ মিনিট ৭৮ টাকা ৭ দিন *০*৭#
এয়ারটেল মিনিট অফার ২০২৩

উপরের উল্লেখিত কোড গুলো আপনার ফোনের ডায়াল প্যাডে লিখে ডায়াল করলে আপনি উল্লেখিত নির্দিষ্ট অফার গুলো পাবেন।

শেষ কথা 

উপরে বিষয়গুলো পড়লে আপনি খুব সহজেই এয়ারটেলের মিনিট প্যাক এর অফারগুলো নিতে পারবেন কোন অসুবিধা ছাড়াই। এয়ারটেল তাদের কাস্টমারদের সুবিধার কথা চিন্তা করেই তারা কিছু নির্দিষ্ট কোড এবং এয়ারটেল  অ্যাপ এর সুবিধা প্রদান করে থাকে।

 তাই বলা যায় আপনি খুব সহজে উপরের কোড গুলো ডায়াল করে অথবা অ্যাপ ব্যবহার করে আপনি আপনার পছন্দের মিনিট অফারগুলো উপভোগ করতে পারবেন। 

Leave a Comment