বর্তমান যুগকে বলা হয় ইন্টারনেটের যুগ। এই যুগে ইন্টারনেট ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। ছোট-বড় সকলেই এখন ইন্টারনেট ব্যবহার করে। আর ইন্টারনেট ব্যবহার করার জন্যই আমাদের মাঝে মধ্যেই এমবি চেক করার প্রয়োজন পড়ে থাকে।
এয়ারটেল এ এমবি চেক করার কোড কত? অন্যান্য সিমের মতোই এয়ারটেলের ও একটি নির্দিষ্ট ইন্টারনেট চেকের বা এমবি চেকের কোড রয়েছে। এয়ারটেল এমবি চেকের কোডটি হল *৩#। এই কোডটি ব্যবহার করে আপনি খুব সহজেই এয়ারটেলের এমবি চেক করতে পারেন।
এই কোডটি ব্যবহার করে আপনি কিভাবে এয়ারটেল এ এমবি চেক করবেন তা যদি জানতে চান তাহলে আপনাকে অবশ্যই পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়তে হবে। এই পোস্টে আমি এয়ারটেলের এমবি চেক এর সকল পদ্ধতি বিস্তারিত আলোচনা করলাম।
এয়ারটেলে এমবি কেন চেক করবেন?
এয়ারটেলের গ্রাহকদের অনেকের অনেক কারণে এয়ারটেলের এমবি চেক করার প্রয়োজন হয়ে থাকে। এসব কারণগুলোর মধ্যে এয়ারটেলের এমবি চেক করার প্রধান প্রধান কারণ গুলো নিচে দেওয়া হলঃ
- কতগুলো এমবি অবশিষ্ট আছে
- এমবির মেয়াদ আর কতদিন আছে
- এমবি এড হয়েছে কিনা তা দেখার জন্য
- কত এমবি শেষ হয়েছে তা দেখার জন্য
এয়ারটেলের গ্রাহকদের সাধারণত এইসব কারণেই এমবি চেক করার প্রয়োজন হয়ে থাকে। আর এসব কারনেই এয়ারটেল গ্রাহকরা সাধারণত এমবি চেক করেন। এছাড়া ও অনেক সময় অনেকের বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে।
এয়ারটেল এ এমবি চেক করার পদ্ধতি সমূহ
এয়ারটেল এমবি চেক করার সহজ পদ্ধতি গুলো নিচে আলোচনা করা হলো। এয়ারটেলের এমবি চেক করার সহজ দুটি পদ্ধতি রয়েছে যা নিচে দেওয়া হলঃ
- কোড ডায়াল করার মাধ্যমে এবং
- এয়ারটেল অ্যাপের মাধ্যমে এমবি চেক করার পদ্ধতি।
নিচে এই দুইটি পদ্ধতি ব্যবহার করে আপনি কিভাবে এয়ারটেল এ এমবি চেক করতে পারবেন তা সহজ উপায়ে দেখানো হলো।
কোড ডায়াল করার মাধ্যমে এয়ারটেল এমবি চেক করার পদ্ধতি
একটি নির্দিষ্ট কোড ডায়াল করে আপনি খুব সহজেই আপনার নিজের এয়ারটেল নাম্বারের এমবি চেক করতে পারবেন কিভাবে তা নিচে দেখানো হলো। কোড ব্যবহার করে এয়ারটেলে এমবি চেক করার পদ্ধতি গুলো স্টেপ বাই স্টেপ দেখানো হলোঃ
- প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাডে যেতে হবে।
- এরপর আপনার ডায়াল প্যাডে *৩# কোডটি টাইপ করবেন।
- এরপর আপনার এয়ারটেল সিম থেকে কোডটি ডায়াল করবেন।
- তাহলে আপনি আপনার এয়ারটেল নাম্বারে এমবি গুলো দেখতে পাবেন
উপরের ধাপগুলো ফলো করে আপনি খুব সহজেই আপনি আপনার এয়ারটেলের এমবি চেক করতে পারবেন।
এয়ারটেল অ্যাপের মাধ্যমে এমবি চেক করার পদ্ধতি
এয়ারটেল অ্যাপের মাধ্যমে এমবি চেক করার জন্য আপনাকে প্রথমেই আপনার ফোনে এয়ারটেল অ্যাপটি ইন্সটল করে নিতে হবে। এরপর নিচের পদ্ধতি গুলো অনুসরণ করতে হবেঃ
- আপনার ফোনে এয়ারটেল অ্যাপটি ইন্সটল করার পরে লগইন করতে হবে।
- এরপর এয়ারটেল অ্যাপ এ প্রবেশ করতে হবে।
- এয়ারটেল অ্যাপে প্রবেশ করলে আপনি ওখানে একটি ডাটা অপশন দেখতে পাবেন।
- ডাটা অপশনে প্রবেশ করলেই আপনি আপনার এমবির বর্তমান পরিস্থিতি দেখতে পাবেন।
উপরের পদ্ধতিগুলো মনোযোগ দিয়ে ফলো করলে আপনি খুব সহজেই আপনার এয়ারটেলের এমবির অবস্থা জানতে পারবেন।
অতএব বলা যায় যে এখন এমবি চেক করার জন্য আর এয়ারটেল কাস্টমার কেয়ার কঠিন কোন পদক্ষেপের প্রয়োজন পড়ে না বা কোন জটিলতার এর মধ্যে পড়তে হয় না। এয়ারটেল তাদের কাস্টমারদের সকল জটিলতা দূর করার জন্যই এসব সহজ পদ্ধতি বের করেছে। এবং কাস্টমারদের সকল ধরনের ভোগান্তি দূর করতে পেরেছে।