কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

কোপা আমেরিকা ফুটবল খেলার সাধারণত দুই বছর পর পর হয়ে থাকে। সে হিসেবে কোপা আমেরিকা ফুটবল খেলাটি ২০১৯ এবং ২০২১ এর পরে ২০২৩ সালে হওয়ার কথা ছিল। কিন্তু ও ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ হওয়ার কারণে ফিফার ঠিক করল যে পরপর দুই বছরে তারা দুইটি বিশ্ব আসর আয়োজন করবে না। এজন্য তারা ২০২৪ সালে কোপা আমেরিকা আয়োজন করবে।

কোপা আমেরিকা ২০২৪ সময়সূচী কি? ২০২৪ সালে ইকুয়েডর আয়োজন করবে আর সেই আয়োজনের সময়সূচী অর্থাৎ কোন দলের সাথে কোন দলের খেলা কত তারিখে সেটি হল কোপা আমেরিকা ২০২৪ সময়সূচী । শুরু হবে ১০ জুন ২০২৪ থেকে।

চলুন দেখে নেওয়া যাক কোপা আমেরিকা ২০২৪ এর সময়সূচি বিস্তারিত।

কোপা আমেরিকা ২০২৪ এ অংশগ্রহণকারী দলসমূহ 

কোপা আমেরিকা ২০২৪ এ ১০ টি দল অংশগ্রহণ করবে। কোপা আমেরিকা ২০২৪ এর যেসব দল অংশগ্রহণ করবে তার তালিকা নিচে দেওয়া হলোঃ

  1. ব্রাজিল
  2. আর্জেন্টিনা
  3. পেরু
  4. ইকুয়েডর
  5. উরুগুয়ে
  6. চিলি
  7. প্যারাগুয়ে
  8. ভেনেজুয়েলা
  9. বলিভিয়া
  10. কলম্বিয়া

উপরে এই দশটি দলই ২০২৪ সালে কোপা আমেরিকা অংশগ্রহণ করবে।

কোপা আমেরিকা ২০২৪ এর সময়সূচি 

কোপা আমেরিকা ২০১৪ বিশ্বকাপ শুরু হবে ১০ জুন 2024 থেকে। এই খেলা চলবে ১২ ই জুলাই ২০২৪ পর্যন্ত। কোপা আমেরিকা ২৪ এ গ্রুপ পর্ব কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল ধাপ গুলোতে খেলা হবে।

২০২৪ সালের কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সময় সূচির নিচে দেওয়া হল। আলাদা আলাদাভাবে এই সময়সূচী গুলো নিচে দেওয়া হল।

কোপা আমেরিকা ২০২৪ গ্রুপ পর্বের সময়সূচি 

২০২৪ সালের কোপা আমেরিকা টি দুইটি গ্রুপে অনুষ্ঠিত হবে। এখানে গ্রুপ দুইটি হলো গ্রুপ এ এবং গ্রুপ বি।

গ্রুপ দুটের সময়সূচী পূর্ণাঙ্গর নিচে দেওয়া হলঃ

ম্যাচ নং তারিখ ম্যাচ সময়

১ সোমবার, ১০ জুন ব্রাজিল Vs ভেনেজুয়েলা ভোর ৩টা

২ সোমবার, ১২ জুন কলম্বিয়া Vs একুয়েডর ভোর ৬টা

৩ মঙ্গলবার, ১৪ জুন আর্জেন্টিনা Vs চিলি ভোর ৩টা

৪ মঙ্গলবার, ১৫ জুন প্যারাগুয়ে Vs বলিভিয়া ভোর ৬টা

৫ শুক্রবার, ১৮ জুন কলম্বিয়া Vs ভেনেজুয়েলা ভোর ৩টা

৬ শুক্রবার, ১৮ জুন ব্রাজিল Vs পেরু ভোর ৬টা

৭ শনিবার, ১৯ জুন চিলি Vs বলিভিয়া ভোর ৩টা

৮ শনিবার, ১৯ জুন আর্জেন্টিনা Vs উরুগুয়ে ভোর ৬টা

৯ সোমবার, ২১ জুন ভেনেজুয়েলা Vs একুয়েডর ভোর ৩টা

১০ সোমবার, ২১ জুন কলম্বিয়া Vs পেরু ভোর ৬টা

১১ মঙ্গলবার, ২২ জুন উরুগুয়ে Vs চিলি ভোর ৩টা

১২ মঙ্গলবার, ২২ জুন আর্জেন্টিনা Vs প্যারাগুয়ে ভোর ৬টা

১৩ বৃহস্পতিবার, ২৪ জুন একুয়েডর Vs পেরু ভোর ৩টা

১৪ বৃহস্পতিবার, ২৪ জুন ব্রাজিল Vs কলম্বিয়া ভোর ৬টা

১৫ শুক্রবার, ২৫ জুন বলিভিয়া Vs উরুগুয়ে ভোর ৩টা

১৬ শুক্রবার, ২৫ জুন চিলি Vs প্যারাগুয়ে ভোর ৬টা

১৭ সোমবার, ২৮ জুন ব্রাজিল Vs একুয়েডর ভোর ৩টা

১৮ সোমবার, ২৮ জুন ভেনেজুয়েলা Vs পেরু ভোর ৬টা

১৯ মঙ্গলবার, ২৯ জুন উরুগুয়ে Vs প্যারাগুয়ে ভোর ৩টা

২০ মঙ্গলবার, ২৯ জুন বলিভিয়া Vs আর্জেন্টিনা ভোর ৬টা

কোপা আমেরিকা ২০২৪ কোয়ার্টার ফাইনালের সময়সূচি 

গ্রুপ পর্বে যে দুটি গ্রুপ অংশ অংশগ্রহণ করেছিল। সেই গ্রুপ দুটি হতে শির্ষ অর্থাৎ উপরের তিনটি করে দল কোয়াটার ফাইনালে খেলবে।

কোয়ার্টার ফাইনালে সময়সূচী নিচে দেওয়া হলোঃ

ম্যাচ নং তারিখ দল সময়

২১ ২ জুলাই শনিবার বি-২ Vs এ-৩ ভোর ৩টা

২২ ২ জুলাই শনিবার বি-১ Vs এ-৪ ভোর ৬টা

২৩ ৪ জুলাই রবিবার এ-২ Vs বি-৩ ভোর ৪টা

২৪ ৪ জুলাই রবিবার এ-১ Vs বি-৪ সকাল ৭টা

২০২৪ কোপা আমেরিকার সেমিফাইনালের সময়সূচি 

কোয়াটার ফাইনালে খেলা ছয়টি দলের মধ্য হতে মোট চারটি দল সেমিফাইনালে অংশগ্রহণ করবে।

কোয়ার্টার ফাইনাল হতে আসা এই চারটি দলের মধ্যকারের সেমিফাইনাল ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচী নিচে দেওয়া হলঃ 

ম্যাচ নং তারিখ দল সময়

২৫ ৬ জুলাই, মঙ্গলবার সেমিফাইনাল ১ –

২৬ ৭ জুলাই, বুধবার সেমিফাইনাল ২ –

সেমিফাইনাল ম্যাচ খেলার পরে আরেকটি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কোপা আমেরিকা ২০২৪ এর সময়সূচি 

সেমিফাইনাল ম্যাচের পরে এবং ফাইনাল ম্যাচের পূর্বে তৃতীয় স্থান নির্ধারণ একটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচের সময়সূচির নিচে দেওয়া হলোঃ

ম্যাচ নং তারিখ দল সময়

২৮ ১১ জুলাই, ২০২৪ সেমিতে পরাজিত দুই দল ভোর ৬টা

তৃতীয় এবং চতুর্থ স্থান নির্ধারণের পরে এই কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

কোপা আমেরিকা ২০২৪ ফাইনাল এর সময়সূচি 

সেমিফাইনালে বিজয়ী দুইটি দল ফাইনালে অংশগ্রহণ করবে।

ম্যাচ নং তারিখ দল সময়

২৯ ১২ জুলাই, ২০২৪ সেমিতে বিজয়ী দুই দল ভোর ৬টা   

শেষ কথা 

২০২৪ সালের কোপা আমেরিকার সমস্ত সময়সূচী ওপরে পোস্টটিতে দেওয়া হয়েছে। আপনি এই পোস্টে পড়ার মাধ্যমে খুব সহজেই সমস্ত কোপা আমেরিকার সময়সূচী জানতে পারবেন।

আপনি যদি কোপা আমেরিকা ২০২৪ এর খেলা টি মিস না করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই পোস্টটি পড়তে হবে এবং আপনাকে তা সংরক্ষণ করে রাখতে হবে ।তাহলে আপনি আর কোপা আমেরিকার একটি ম্যাচও মিস করবেন না।

Leave a Comment