গ্রামীন সিম অফার ২০২৩

গ্রামীন সিম অফার কি? গ্রামীণফোন সিম কোম্পানি তাদের গ্রাহকদের যে সকল ধরনের অফার দিয়ে তাকে সেগুলো হলো গ্রামীন সিমের অফার। এই অফার গুলো বিভিন্ন ক্যাটাগরের হয়ে থাকে। যেমন ইন্টারনেট অথবা এমবি অফার মিনিট অফার এসএমএস অফার ইত্যাদি। এ সকল অফার গ্রামীণফোন তাদের গ্রাহকদের সুবিধার সাথে দিয়ে থাকে যেন তাদের গালরা খুব অল্প মূল্যে বেশি সুযোগ সুবিধা পেতে পারে সেজন্যই।

আপনি যদি একজন গ্রামীন সিমের গ্রাহক হয়ে থাকেন। এবং এসব গ্রামীণের অফার সমূহ পাওয়া থেকে বিরত থাকেন। এবং আপনি যদি এসব ব্যাপারে উপভোগ করতে চান তাহলে এই পোষ্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়লে আপনি খুব সহজেই এসব অফার সম্পর্কে জানতে পারবেন এবং এই অফার গুলো নিতে পারবেন কোন সমস্যা সম্মুখীন হওয়া ছাড়াই। চলুন তাহলে আর দেরি না করে আমরা শুরু করি কিভাবে আপনি গ্রামের অফার গুলো সম্পর্কে জানতে পারবেন এবং তা কিভাবে উপভোগ করতে পারবেন সে সম্পর্কে জেনে নেই।

গ্রামীন সিম অফার বলতে কি বোঝায়? 

গ্রামীন সিম কোম্পানি তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ক্যাটাগতির অফার প্রদান করে থাকে এ সকল অফার গ্রামীণফোনের কাস্টমার নিয়ে থাকেন খুবই স্বল্পমূল্যে এবং অনেক বেশি অফার ব্যবহার করতে পারেন খুব সহজেই।

যে যে অফার গ্রামীন সিম কোম্পানি তাদের গ্রাহকদের দিয়ে থাকেন তার একটি তালিকা নিচে দেওয়া হল।

ওপরের অফার প্যাকেজগুলো সম্বন্ধে আপনি কিভাবে জানবেন তা নিচে বিস্তারিত দেওয়া হলো।

গ্রামীনের সিম অফার সমূহ জানার উপায় 

বিভিন্ন উপায়ে আপনি গ্রামীনের সিমের অফার গুলো সম্বন্ধে জানতে পারবেন তার কিছু পদ্ধতি নিচে দেওয়া হল।

  • নির্দিষ্ট কোড ব্যবহার করার মাধ্যমে।
  • মাই জিপি অ্যাপ ব্যবহার করার মাধ্যমে।

এই পদ্ধতি এগুলো সম্বন্ধে বিস্তারিত এবং বিশদ আলোচনা নিচে দেয়া হল

নির্দিষ্ট কোড ব্যবহার করার মাধ্যমে গ্রামীন সিম অফার জানার পদ্ধতি  

নির্দিষ্ট কোড দেয়া ব্যবহার করার মাধ্যমে যদি আপনি আপনার গ্রামীন সিমের অফার গুলো সম্বন্ধে জানতে চান তাহলে নিচের পদ্ধতিটি অনুসরণ করতে হবে

  • প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাড টি ওপেন করতে হবে।
  • এরপর আপনার ডায়াল প্যাডে*১২১# কোড টি টাইপ করতে হবে।
  • এরপরে আপনার গ্রামীন সিম হতে কোড টি ডায়াল করতে হবে।

এভাবে নির্দিষ্ট কোড ব্যবহার করা মাধ্যমে আপনি খুব সহজে আপনার গ্রামীন সিমের অফার সময়ে জানতে পারবেন এবং সেই অফারগুলো নিতে পারবেন এবং তার ব্যবহার করতে পারবেন।

মাই জিপি অ্যাপ ব্যবহার করার মাধ্যমে গ্রামীন সিমের অফার জানার পদ্ধতি 

আপনি যদি মাই জিপি অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনার জিপি সিমের অর্থাৎ গ্রামীন সিমের সমস্ত অফার সম্বন্ধে জানতে চান তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে।

  • এজন্য প্রথমে আপনার ফোনে মাই জিপি অ্যাপটি ইন্সটল করতে হবে।
  • এরপরে মাই জিপি অ্যাপটিতে লগইন করতে হবে।
  • এরপরে আপনি মাইজিপিয়াপে প্রবেশ করলে সকল অপার দেখার অপশন গুলো দেখতে পাবেন।
  • এরপরে আপনি নির্দিষ্ট অফারে ক্লিক করার মাধ্যমে সেই অফারটি সম্বন্ধে জানতে পারবেন এবং সেখান থেকে সেই অফারটি নিতেও পারবেন।

গ্রামীণফোনের কিছু অফার নিচে দেওয়া হল 

গ্রামীন সিমে বিভিন্ন ধরনের অফার দিয়ে তাকিয়ে অফার গুলো সম্বন্ধে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। গ্রামীণফোনের অফার গুলো সব এই একটি একটি করে বিস্তারিত নিচে দেওয়া হল।

গ্রামীণফোনের মিনিট অফার সমূহ নিচে দেওয়া হল

ক্রমিকমিনিট অফারের পরিমাণমিনিট অফারের মূল্যমিনিট অফারের মেয়াদ
১২ মিনিট ৮ টাকা ২ দিন 
২১ মিনিট ১৪ টাকা ২ দিন
৪৬ মিনিট ২৮ টাকা ২ দিন 
গ্রামীন সিম অফার ২০২৩

গ্রামীণফোনের এমবি অর্থাৎ ইন্টারনেট অফার নিচে দেওয়া হল

ক্রমিকইন্টারনেট অফারের পরিমাণইন্টারনেট অফারের মূল্যইন্টারনেট অফারের মেয়াদ
১৭ জিবি ১৮৯ টাকা ৭ দিন
১৮ জিবি ৩৯৮ টাকা ৩০ দিন 
৩০ জিবি ৩৯৯ টাকা ৩০ দিন 
গ্রামীন সিম অফার ২০২৩

গ্রামীনের এসএমএস অফার সমূহ নিচে দেওয়া হল

ক্রমিকএসএমএস অফার এর পরিমাণএসএমএস অফার এর মূল্যএসএমএস অফারের মেয়াদ
২০০ টি১৩ টাকা ৭ দিন
৩০০ টি২০ টাকা ৩০ দিন 
৫০০ টি ২৬.৫ টাকা ১৫ দিন 
গ্রামীন সিম অফার ২০২৩

শেষ কথা 

গ্রামীনফোনের এত সব অফার জন্য তাদের গ্রাহকরা অনেক বেশি গ্রামীণফোন সিম ইউজ করে থাকে। এবং এই অফার গুলো নিয়ে থাকে ।এজন্য গ্রামীণফোনে এতটা জনপ্রিয়তা লাভ করতে পেরেছে ।আপনিও যদি গ্রামীণফোনের গ্রাহক হয়ে থাকেন এবং এখন পর্যন্ত এসব অফার সম্পর্কে না জেনে থাকেন এবং অফারগুলো না উপভোগ করে থাকেন তাহলে আপনি এই পোস্টটি পড়লে খুব সহজেই এই অফার গুলো নিতে পারবেন। 

এবং উপভোগ করতে পারবেন সমস্ত অফার সমূহ। তাই আর দেরি না করে এখনই চলে আসুন গ্রামীনফোনে আরো উপভোগ করুন গ্রামীনফোনের এইসব ধরনের ইন্টারনেট , মিনিট ও এসএমএস অফার আর এই অফার গুলো উপভোগ করার জন্য উপরে পোস্টটি পড়তে হবে আপনাকে। তাহলে খুব সহজেই আপনি অফার গুলো নিতে পারবেন এবং এর অফার গুলো সম্বন্ধে জানতে পারবেন।

Leave a Comment