মেয়েদের ইমপ্রেস করার মেসেজ – আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এলো Banglait24.com মেয়েদের ইমপ্রেস করার এস এম এস, মেয়েদের ইমপ্রেস করা স্ট্যাটাস, মেয়েদের ইমপ্রেস করার কবিতা, মেয়েদের ইমপ্রেস করা মতো কিছু কথা এই সম্পর্কে পোস্টে পাবেন সবকিছু।
বন্ধুরা, আজকের এই পোস্টটি নিয়ে আপনারা সব কিছু পাবেন।
মেয়েদের ইমপ্রেস করার এস এম এস
★★★শোন আমাকে একটা সংসার দিবি?★★★
★★★কাজল কালো আখির মাঝে ভালবাসার স্বপ্ন সাজে,,,,,,
দূর দেশের কাজল আখি ছুঁয়ে গেলে মন প্রজাপতি,,,,,,,,
রঙ্গিন প্রজাপতি আজ খুঁজে ফেরে সেই আখি,,,,
যাহার মাঝে নিজেরে আজ হারায়েছি,,,!!!!★★★
★★★★ মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ,,,,,
ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত,,,,,
সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি,,,,,,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি,,,,,!!!★★★
★★★ভালবেসে এই মন,,,,,,
তোকে চায় সারাক্ষন,,,,
আছিস তুই মনের মাঝে,,,,,
পাশে থাকিস সকাল সাঝেঁ,,,
কি করে তোকে ভুলবে এই মন,,,,,
তুই যে আমার জীবন,,,,,!!★★★
মেয়েদের ইমপ্রেস করা স্ট্যাটাস
★★★চোখে আছে কাজল কানে আছে দুল,,,,,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,,,,,,
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,,,,,
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি,,,,,!!!!
★★★তুমি এই বর্ষায় ধুয়ে যাওয়া স্বচ্ছ চোখ,,,,,
হালকা হিমেল হাওয়ায় খোলা চৈত্রের সকাল নিয়ে যাও,,,,
দহন আমার থাক,,,,,
তোমার থাকুক শুধু বহন ,,,,,,!!!
★★★ আমি সেখানে সারা দিন ঘর গোছাবো,,,,,,
রান্না করবো,,,,,,
তোর জন্য অপেক্ষা করে বসে থাকবো,,,,
আবার একটু ঝড়গাও করবো,,,
তবে তোকে অনেক ভালোবাসবো,,,,
আমাকে একটা সংসার দিবি?,,,,,!!!!★★★
মেয়েদের ইমপ্রেস করার কবিতা
★★★হাসাতে সবাই পারে , তেমনি কাঁদাতেও পারে সবাই,,,,,
কাদিয়ে যে মানাতে পারে,,,,,
সেই হচ্ছে সত্যি কারের বন্ধু !
আর , কাঁদিয়ে যে নিজেও কেঁদে ফেলে,,,,,
সে হচ্ছে সত্যি কারের ভালোবাসা,,,,!!!
★★★দিব তোমায় লাল গোলাপ,,,,
সপ্নে গিয়ে করবো আলাপ,,,,
বলবো খুলে আমার কথা,,,,
আছে যত মনের কথা,,,
বলবো তোমায় ভালোবাসি,,
থাকবো দুজন পাশাপাশি,,,!!!
★★★তুমি মানে যেন Back space এ জমে থাকা,,,,,
এক অভিমানী ভীতু মহাকাব্য,,,,,!!!!
★★★তুমি আমায় ডাকলানা গো,,,,,,
তুমি রইলা দূরে তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে,,,,,!!!!
★★★হাজারো সম্পূর্ণ কবিতার মাঝে না হয়,,,
একটা কবিতা অসমাপ্ত রাখলাম,,,,,
আমার প্রত্যুত্তর তোমার কাছে ভয়াবহতা,,,,
তাই নিশ্চুপ সাক্ষী হয়েই অসমাপ্ত রাখলাম ,,,,,!!!!